কেশবপুরে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময় অনুষ্ঠিত

14

আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিন রোববার রাতে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। প্রেসক্লাবের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোতাহার হোসাইনের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন, তদন্ত ওসি শাহজাহান আহমেদ, কেশবপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য অ্যাডভোকেট মিলন মিত্র, সাবেক সভাপতি আজিজুর রহমান, সহসভাপতি হাজী রুহুল কুদ্দুস, সাবেক সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী ও আব্দুল হাই সিদ্দিকী, নির্বাহী পরিষদের সদস্য কে এম কবির হোসেন, সাধারণ পরিষদের সদস্য দিলীপ মোদক, ওয়াজেদ খান ডবলু, রাবেয়া ইকবাল, সহযোগী সদস্য মতিয়ার রহমান প্রমুখ। এ সময় নির্বাহী পরিষদের কর্মকর্তা ও সাধারণ পরিষদের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। নবাগত অফিসার ইনচার্জ মাদক নির্মূল, নারী ও শিশু নির্যাতন বন্ধসহ আইন শৃঙ্খলার সার্বিক বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। প্রসঙ্গত নবাগত অফিসার ইনচার্জ মোঃ শাহিন ঢাকা থেকে বদলী হয়ে ১৬ আগষ্ট রাতে কেশবপুর থানায় যোগদান করেন।