কেশবপুরে সাংবাদকি পুত্র জিপিএ- ৫ পেয়েছে

26

আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি :
দৈনিক কালেরকণ্ঠ পত্রিকার কেশবপুর প্রতিনিধি নুরুল ইসলাম খান ও সাইদা সুলতানার একমাত্র ছেলে কে এম আবীর ইসলাম সিয়াম জিপিএ–৫ পয়েে কৃতিত্বেরে সাথে চলতি বছররে এসএসসি পরীক্ষায় র্উত্তীণ হয়ছে। সে কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমকি বদ্যিালয়রে শিক্ষাথী।

সয়িাম আগামরি পথচলাতে সকলের কাছে দোয়াপ্রার্থী। উল্লেখ্য, সিয়াম কেশবপুর প্রেসক্লাবের সভাপতি সর্বজন শ্রদ্ধেয় সিনিয়র সাংবাদিক আশরাফ উজ জামান খান এর ভাতজিা। সয়িাম ভবিষ্যতে প্রকৌশলী হতে চায়।