আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি: সরকারের মাদক বিরোধী আভিযানের প্রতি সমর্থন জানিয়ে “মাদককে না বলি, খেলাকে হ্যাঁ বলি, সুস্থ মানুষ গড়তে ভাই, মাদক মুক্ত সমাজ চাই” শ্লোগানে স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা সমাধান সোমবার বিকেলে এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে। কেশবপুর পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত সমাধান সংস্থায় কর্মরত আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থক কর্মীদের মধ্যে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ব্রাজিল সমর্থক দলকে ২-০ গোলে পরাজিত করে আর্জেন্টিনা সমর্থক দল চ্যাম্পিয়ন হয়। খেলাটি পরিচালনা করেন সমাধান এর উপ পরিচালক আবু জাফর। খেলার প্রানবন্ত ধারা বর্ণনায় ছিলেন কথা শিল্পী ও কবি, সমাধান এর প্রকল্প সমন্বয়কারী মোঃ মুনছুর আলী।
খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সমাধান এর নির্বাহী পরিচালক মোঃ রেজাউল করিম। এ সময় তিনি বলেন, শুধু খেলার জন্য খেলা নয়, বরং খেলাকে পুজি করে আমাদের শপথ নিতে হবে দেশে যাতে কোন মাদক সেবীর অস্তিত্ব না থাকতে পারে। বিশেষ করে এ দেশের যুব ও তরুন সমাজকে রক্ষা করতে হলে মাদক কে ‘না’ বলার কোন বিকল্প নেই। কারণ মাদক থেকে যুব সমাজকে ফেরাতে হলে খেলাধুলার প্রতি তাদের আকৃষ্ট করতে হবে। তারই ধারাবাহিকতায় এই খেলা অনুষ্ঠিত হয়। সমাধান একটি মাদকমুক্ত সংস্থা বলে কর্তৃপক্ষ দাবী করেন। শত শত উৎসুক দর্শক মাঠে উপস্থিত থেকে এ খেলা উপভোগ করেন। মাদক কে ‘না’ বলার উদ্দ্যেশ্যে এই প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করায় সুধি মহলে সমাধান এর এই উদ্যোগ বেশ প্রশংশিত হয়েছে।