কেশবপুরে সমাধানের উদ্যোগে স্ত্রী রোগ বিষয়ক স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত

10
কেশবপুরে সমাধানের উদ্যোগে স্ত্রী রোগ বিষয়ক স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত
কেশবপুরে সমাধানের উদ্যোগে স্ত্রী রোগ বিষয়ক স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত

আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরে পাঁজিয়া ইউনিয়নে বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত সাতাইশকাটি(ব্রাঃ)মাধ্যমিক বিদ্যালয়ে সমাধান সমৃদ্ধি কর্মসুচির আওতায় (পিকেএসএফ) এর অর্থায়নে স্ত্রী রোগ(গাইনী) বিষয়ক স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

ক্যাম্পে ঢাকা মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের এমএ পিডিসির প্রাক্তন ডেপুটি ডিরেক্টর ডাঃ আব্দুস সামাদ ও গোপালগজ্ঞ শেখ তাহেরা মেডিকেল কলেজের (এএস্কএমও) ডাঃ পম্পা রানী কুন্ডু রোগিদের ফ্রি সেবা প্রদান করেন।এ সময় উপস্থিত ছিলেন সমাধান সংস্থার শাখা বাবস্থাপক গোলাম কিবরিয়া,সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়কারী মোঃ আশরাফুজ্জামান, সাতাইশকাটি(ব্রাঃ)মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নজরুল ইসলাম খান,প্রধান শিক্ষক আব্দুল লতিফ,ডাঃ নাজমা খাতুন,ডাঃ ইদ্রিস আলী,এমআইএস কামরুজ্জামান, বিল্লাল হোসেন,অভিজিত বসু ও সিদ্দিকুর রহমানসহ ১৩ জন স্বাস্থ্য পরিদর্শক। ক্যাম্পে ১৫৭ জন গাইনি রোগিকে ফ্রি সেবা প্রদান করা হয়।