আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি: ব্যাপক পুলিশি নিরাপত্তা ও ব্যাপক জনসমাগমের মধ্য দিয়ে কেশবপুর উপজেলার সন্ন্যাসগাছা বালিকা দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ০৯ টা থেকে বিরতিহীন ভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন চলে । একজন মহিলাসহ ৫ জন অভিভাবক সদস্য পদে নিবার্চনে অংশ নেয় দু‘জন মহিলাসহ ১০ জন প্রার্থী। এদের মধ্যে আব্দুল মালেক শেখ ৩৫, আব্দুল লতিফ সরদার ৩৪, আব্দুল জোয়ার্দার খোকন ৩৩, জাহাঙ্গীর হোসেন ২৮ ভোট পেয়ে অভিভাবক সদস্য পদে নির্বাচিত হয়েছেন । এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে সাবিনা ইয়াসমিন ৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ১শ ৮৬ জন ভোটারের মধ্যে ১শ১১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ১২ টি ভোট বাতিল হয়। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রবিউল ইসলাম।