আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি: সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড কেশবপুর শাখার চেক বিতরণ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ উপলক্ষে ইনস্যুরেন্সের কার্যালয়ে কেশবপুর শাখা ম্যানেজার আব্দুর রাজ্জাকের সভপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান।
কেশবপুর শাখার বিএম জয়দেব দাসের সঞ্চালনায় সভায় প্রধান আলোচক ছিলেন সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের জৈষ্ঠ উপ মহাব্যবস্থাপক জয়নাল আবেদীন জুলু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন, কেশবপুর ড্রাগ সমিতির সাধারণ সম্পাদক শংকর পাল, গ্রাহক কৃষ্ণপদ দাস প্রমুখ। অনুষ্ঠানে ১৪ জন গ্রাহকের মাঝে বীমার চেক বিতরণ করা হয়।