আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী জনসচেতনামূলক প্রশিক্ষণ কর্মশালা (অর্থবছর ২০১৭-১৮) রবিবার দিনব্যাপী উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা যুব উন্নয়ন অফিসার পুলোক কুমার শিকদারের সভাপতিত্বে ও উপজেলা শিশু বিষয়ক অফিসসার বিমল কুমার কুন্ডুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, থানার তদন্ত ওসি শাহাজাহান আহম্মেদ, সিনিয়র মৎস্য অফিসার আব্দুল বারী, কৃষি অফিসার মহাদেব চন্দ্র সানা, সমবায় অফিসার নজরুল ইসলাম প্রমুখ।