আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুর-সরসকাটি সড়কের দৌলতবিশ্বাস চত্বর থেকে হাসপাতাল গেট পর্যন্ত সড়ক যেন মানুষের চলাচলের জন্য মরণ ফাঁদে পরিনত হয়েছে। পৌর শহরের ব্যস্ততম ওই গুরুত্বপূর্ণ সড়কের দু’পাশ দিয়ে সড়ক ও জনপদ (সওজ) অপরিকল্পিত ভাবে ঢাকনা বিহীন ড্রেন নির্মাণ করায় প্রতিনিয়ত দূর্ঘটনা কবলিত হয়ে মারাত্মক জখম হতে হয় দৈন্যদিন পথচারীদের।
এছাড়াও ওই রাস্তাটি ছোট বড় গর্তের কারণে যানবাহনসহ পথচারীদের পড়তে হচ্ছে বিভিন্ন সমস্যায়। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সটি পৌর শহরের ব্যস্ততম এলাকায় অবস্থিত হওয়ায় সড়কটি জনগুরুত্বপূর্ণ। কেশবপুর উপজেলার একমাত্র স্বাস্থ্য কমপে¬ক্স ছাড়াও সড়কের দু’পাশ দিয়ে গড়ে উঠছে ব্যক্তি মালিকাধীন কিনিক্ল ও প্যাথলজি প্রতিষ্ঠান। ঢাকনা বিহীন ড্রেন নির্মাণের ফলে সড়কের প্রশস্থতা কমে একেবারে ছোট হওয়ায় প্রতিদিনই দীর্ঘ সময় ধরে যানজট লেগে থাকে। যার ফলে প্রতিদিন কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সটিতে আসা মুমুর্ষ রোগী, চাকুরীজীবীসহ এই সড়কে চলাচলরত পথচারীদের পড়তে হয় চরম বিপাকে। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে পৌরসভা কর্তৃপক্ষসহ বিভিন্ন ভুক্তভোগী মানুষ সংশ্লি¬ষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। এবিষয়ে পৌর মেয়র রফিকুল ইসলাম বলেন, সওজ ওই ড্রেন নির্মাণ করেছে। যে কারণে পৌরসভার পক্ষ থেকে কিছু করা যাচ্ছে না।
তবে সওজ’র সাথে সমন্বয়ের চেষ্টা চলছে। উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানূর রহমান বলেন, আমি সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি যাতে দ্রুত সৃষ্ট সমস্যার সমাধান করা যায়। সড়ক ও জনপদ অধিদপ্তরের সাব-ডিভিশনাল ইঞ্জিনিয়ার মামুন হোসেন জানান, ড্রেনের উপর ঢাকনা লাগানোর জন্য দ্রুত ব্যাবস্থা গ্রহন করা হবে। তাছাড়া কিভাবে সড়কটি প্রশস্ত করা যায় সে চেষ্টাও চলছে।