কেশবপুরে শাহাপুর মেহেরুন্নেসা দাখিল মাদ্রাসার ৪র্থ বারের জন্য সভাপতি পদে আব্দুল গফুর নির্বাচিত

37

আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ কেশবপুর উপজেলার শাহাপুর গ্রামে মেহেরুন্নেসা দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির ৪র্থ বারের জন্য সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ আব্দুল গফুর মোড়ল। শনিবার দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে নির্বাচন অনুষ্ঠিত হয়।

সভাপতি নির্বাচন অনুষ্ঠানে উপস্থিত গত ০১ জুলাই অত্র প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটির সদস্য পদে নির্বাচিত ৯ জন সদস্যদের কন্ঠ ভোটের পুনরায় মোঃ আব্দুল গফুর মোড়ল ৪র্থ বারের জন্য সভাপতি নির্বাচিত করা হয়েছে। নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন আকরাম হোসেন, আসাদুজ্জামান, আঃ হান্নান, হাফিজুর রহমান, আসমা বেগম, পরিমল কুমার মন্ডল, কামরুল হাসান, এ্যাড. আব্দুল কাদের ও অত্র মাদ্রসার ভারপ্রাপ্ত সুপার মাওঃ মুনসুর আলী।