কেশবপুরে শত্রুতার জের ধরে স্ব মিলে আগুন

17

আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে পূর্বরে শত্রুতার জের ধরে স্ব মিলে আগুন দিয়ে প্রায় ৬ লাখ টাকার ক্ষতি সাধন করেছে বলে অভিযোগ উঠেছে।

উপজেলার সাগরদাঁড়ি চৌরাস্তার মোড়ে স্ব মিল মালিক এরফান মেখ জানান,শনিবার রাতে আখি স্ব মিলটি বন্ধ করে বাড়িতে যায়।এর কিছুন পর জানতে পারি কে বা কার আমার স্ব মিলে আগুন দিয়ে প্রায় ৬ লাখ টাকার মালামলসহ ঘরটি পুড়ে ছাই হয়ে যায়।মিল মালিক আরো জানান, পূর্বরে শত্রুতার জের ধরে স্ব মিলে আগুন দিয়েছে।

এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য ও বাজার কমিটির সভাপতি আব্দুস সবুর জানান,স্বমিলে আগুন দেওয়ার ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।সঠিক তথ্য ফেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন দপ্তরে লিখিত অভিযোগ হয়নি বলে স্ব মিল মালিক জানান।