কেশবপুরে যৌতুকের দাবী পুরণ না করায় প্রতিপক্ষের হামলা ৩ মহিলাকে পিটিয়ে রক্তাক্ত জখম

24

আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি:  কেশবপুরে যৌতুকের দাবী পুরণ না করায় প্রতিপক্ষরা হামলা চালিয়ে ৩ জন মহিলাকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে। জখম ব্যক্তিদেরকে কেশবপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপজেলার বারুইহাটী গ্রামের মৃত আলমগীল সরদারের মেয়ে পলি খাতুন (১৮) সাংবাদিকদের জানান, ২০১৫ সালে ৮ জানুয়ারি ইসলামী শরীয়াত মোতাবেক উভয় পরিবারের সম্মতিতে ৬০ হাজার টাকা দেন মোহনে পাইকগাছা উপজেলার রামনগর গ্রামের মৃত ইন্তাজ গাজী ছেলে ইউনুচ আলী গাজীর সঙ্গে বিবাহ হয়।

বিয়ের সময় স্বামী সাংসারিক লক্ষাধীক টাকার মালামাল দেওয়া হলেও থেমে থাকেনি তার নির্যাতন। সর্বশেষ ২০ হাজার টাকা যৌতুকের দাবী এনে শনিবার সকালে আমার স্বামী ইউনুচ আলী গাজী আমাকে সঙ্গে নিয়ে তার মা রিজিয়া বেগম ও তার ভাই আজাহারুল ইসলাম আমার পিতার বাড়িতে বেড়াতে আসে। খাওয়া দাওয়া শেষ হওয়ার পর আমার স্বামী ২০ হাজার টাকা যৌতুক দাবী করে ওই দাবি পুরণ না হওয়ায় কথাকাটাকাটির এক পর্যায়ে স্বামী ইউনুচ আলী গাজী, দেবর আজাহারুল ইসলাম গাজী, শ্বাশুড়ি রিজিয়া বেগম মিলে লাঠিসোটা দিয়ে আমার ফুফু স্বরবানু (২৮), দাদি সালেহা বেগম (৫০) কে পিটিয়ে রক্তাক্ত জখম করার পর দ্রুত তারা ঘটনা স্থল ত্যাগ করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থাকায় কোন অভিযোগ হয়নি বলে আহতরা জানান। এব্যাপারে ইউনুচ আলী গাজীর মুঠো ফোনে জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান, আমার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা সম্পূর্ণ বানোয়াট। যৌতুকের কারণে আমার স্ত্রীসহ তাদেরকে মারপিট করা হয়নি।