কেশবপুরে মুরগীর পঁচা মাংশ বিক্রির অভিযোগ

58

আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি:
কেশবপুর উপজেলার বরনডালী বাজারে এক ব্যাবসায়ীর বিরুদ্ধে পঁচা পল্ট্রি মুরগী মাংশ বিক্রি করার অভিযোগ উঠেছে।

রবিবার সরেজমিনে গিয়ে জানাগেছে, উপজেলার বরনডালী গ্রামের হোসেন সরদারের ছেলে জালাল সরদার এক বছর যাবত বরনডালী মোড় নামক বাজারে পল্ট্রি মুরগী মাংশের ব্যাবসা করে আসছে। বাড়ী থেকে মুরগী জবাই করে মোড়ে এনে বিক্রি করে।

শনিবার দুপুরে ঐ গ্রামের আজারুল ইসলাম জালালের দোকান থেকে মাংশ কিনে বাড়ীতে নিয়ে বের করলে মাংশ দিয়ে পঁচা দুর্গন্ধ বের হয়। তখন আজারুল ইসলাম ঐ মাংশ ফেরৎ নিয়ে গেলে জালাল বলেন সকালে জবাই করা তাই একটু গন্ধ বের হচ্ছে। ঐ মাংশ ফেরৎ নিয়ে গেলে জালাল বলেন সকালে জবাই করা একটু গন্ধ হয়েছে, কাউকে বলার দরকার নেই। বিষয়টি আজারুলও স্বীকার করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক এলাকাবাসি বলেন সে বাড়ী থেকে ভালো মুরগীর সাথে মরা মুরগীর মাংশ এনে বিক্রি করে। সে জন্য বাড়ী থেকে মুরগী জবাই করে মোড়ে নিয়ে আসে। এ ঘটনায় জালালে বিরুদ্ধে তদন্ত পুর্বক ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি দাবী জানিয়েছে এলাকাবাসি।

এ ব্যাপারে বাজার কমিটির সভাপতি খায়রুল ইসলাম সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি আমি শুনেছি এবং তাকে সাবধান করেছি। উপজেলা সেনিটারী অফিসার সুশান্ত দত্ত বলেন, কেউ এমন করলে তার বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহন করা হবে।