আজিজুর রহমান, কেশবপুর থেকে: কেশবপুরে বেসরকারি নিন্ম মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির দ্বিবার্ষিক সম্মেলন- ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলার কলাগাছি ইউনিয়ন পরিষদ চত্বরে সুফলাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিক্ষক আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেশবপুর থানার অফিসার ইনচার্জ মো. শাহিন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রবিউল ইসলাম। গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত বসুর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, সাবেক প্রধান শিক্ষক আব্দুস শহীদ, নূরুল ইসলাম, প্রধান শিক্ষক নীল রতন সরকার, মতলেব আলী, আশরাফুজ্জামান, শাহাজান আলী প্রমুখ। অনুষ্ঠানে বার্ষিক রিপোর্ট পেশ করেন সমিতির সাধারণ সম্পাদক ও কেশবপুর মধু শিক্ষা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন। সম্মেলনের দ্বিতীয় পর্বে শিক্ষক আব্দুল মজিদকে সভাপতি ও মকবুল হোসেনকে সাধারণ সম্পাদক করে দ্বিবার্ষিক কমিটি গঠন করা হয়।