কেশবপুরে মাদক বিরোধী অভিযানে আটক-২ গাঁজা উদ্ধার

6

আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি:  কেশবপুরে রবিবার রাতে পৃথক পৃথক মাদক বিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী আটক করেছে থানা পুলিশ। তারা এলাকার পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে আগেও থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।

থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কেশবপুর থানার এস আই ফকির ফেরদৌস সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ভবানীপুর গ্রামের হরিপদ মন্ডলের ছেলে মাদক ব্যবসায়ী হৃদয় মন্ডল (১৯) কে ২৪ পাতা পুরিয়া গাঁজাসহ মনোহরনগর স্কুলের সামনে থেকে আটক করেছে। অপর দিকে এস আই রাকিব, এস আই হালিম সঙ্গীয় ফোর্স নিয়ে একই রাতে উপজেলার বগা গ্রামের কুদ্দুস গাজীর ছেলে বিল্লাল হোসেন (২৫) কে ৪৫ গ্রাম গাঁজাসহ বগা তিন রাস্তা মোড় থেকে তাকে আটক করেছে।

তারা এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। মাদক বিরোধী অভিযানের খবর পেয়ে গ্রেফতার এড়াতে তারা এলাকা ছেড়ে অন্যত্র পালাতক ছিল। এব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ আব্দুল্লাহ বলেন, তার বিরুদ্ধে কেশবপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক পৃথক মামলা হয়েছে। আটককৃতরা পেশাদার মাদক ব্যাবসায়ী, তাদেরকে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।