আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুর থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজা সহ মাদক ব্যবসায়ী রবিন রায় (৪০) কে আটক করেছে। এঘটনায় থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
কেশবপুর থানার ওসি (তদন্ত) শাহাজান আহম্মেদ জানান, সোমবার রাতে থানার পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার কলাগাছি গ্রামের মতিশ রায়ের ছেলে মাদক ব্যবসায়ী রবিন রায়কে আটক করা হয়েছে। এসময় তার দেহ তল্লাশি করে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। অপর অভিযানে ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী উপজেলার দত্তনগর গ্রামের মোস্তফা বিশ্বাসের ছেলে ডাকাত শাহাদাত হোসেন (৩৫) কে আটক করা হয়। মঙ্গলবার সকালে আটককৃতদেরকে যশোর আদালতে পাঠানো হয়েছে।