কেশবপুরে মটর সাইকেল শোভাযাত্রা সফল করতে যুবলীগের প্রস্তুতি সভা

14

আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি:  কেশবপুরের সাংসদ ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের পক্ষে তাঁর উন্নয়ন কর্মকান্ড ব্যাপক প্রচারের লক্ষে উপজেলাব্যাপী শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আগামী ২৮ জুলাই ওই শোভাযাত্রা সফল করতে মঙ্গলবার দলীয় কার্যালয়ে উপজেলা যুবলীগ প্রস্তুতি সভার আয়োজন করেন।

উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌরসভার প্যানেল মেয়র বিশ্বাস শহীদুজ্জামান শহীদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। আলোচনাসভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি তপন কুমার ঘোষ মন্টু, জেলা পরিষদের সদস্য হাসান সাদেক, ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, দফতর সম্পাদক মফিজুর রহমান মফিজ। উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আবু সাঈদ লাভলুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ নেতা মহিবুর রশিদ, শাহাদাৎ হোসেন, যুবলীগ নেতা আল হেলাল, জয় ভদ্র জগাই, আসাদ মোল্লা, আব্দুল্লাহ আল মামুন, রবিউল ইসলাম, শেখ কাজল, ওজিয়ার রহমান, শাহিন আলম,লিটন গাজী, হাবিবুর রহমান প্রমুখ। সভায় আগামী ২৮ জুলাই জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের পক্ষে ঐক্যবদ্ধ থেকে মোটর সাইকেল শোভাযাত্রা সফল করার সিদ্ধ্যান্ত নেয়া হয়।