কেশবপুরে মঙ্গলকোট ইউনিয়ন যুবলীগের বর্ধিত সভা

11

আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরে মঙ্গলকোট ইউনিয়নে যুবলীগের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে মঙ্গলকোট ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত এ সভায় উপজেলা যুবলীগের সদস্য ও মঙ্গলকোট ইউনিয়ন যুবলীগের আহবায়ক আল আলাল দিলু সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌরসভার প্যানেল মেয়র বিশ্বাস শহীদুজ্জামান শহীদ।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আবু সাঈদ লাভলু। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মজিবুর রশিদ, মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক আজিজুর রহমান, শিক্ষক তপন কুমার ব্রাক্ষণ, সাজ্জাদ হোসেন, শিবপদ কুন্ডু, আওয়ামীলীগ নেতা সোবহান গাজী, মুনছুর আলী, মঙ্গলকোট ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক এস এম আল হেলাল, টিপু সুলতান, ফারুক হোসেন,জাহাঙ্গীর হোসেন,এস এম জিল্লুর রহমান,মঙ্গলকোট ইউনিয়ন যুবলীগ নেতা সজিব সানা সালাম, তরিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা যুবলীগের সদস্য ও পৌর যুবলীগ নেতা জয় ভদ্র জগাই, লিটন গাজী, রাকিবুল ইসলাম রানা, শেখ কাজল, জামাল হোসেনসহ ইউনিয়ন আওয়ামীলী, যুবলীগ ও ছাত্রলীগের সহশ্রাধিক নেতাকর্মীবৃন্দ।