আজিজুর রহমান, কেশবপুরপ্রতিনিধি: কেশবপুরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুই ব্যক্তিকে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। যশোর সাতক্ষীরা সড়কের বাঘ মোড়ে রাস্তার ওপর বালি ও ইটের খোয়া রাখার অপরাধে কেশবপুর শহরের সাজঘর ফার্ণিচারের মালিক বুলুকে ১ হাজার টাকা ও রহমান বস্ত্রলায়ের মালিক মুনজরুল ইসলামকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট ইরুফা সুলতানা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুই ব্যক্তিকে ১ হাজার টাকা করে জরিমানা করেন। এ সময় কেশবপুর থানার এস আই ফজলে রাব্বী সহ থানার কর্মকর্তাবৃন্দ।