আজিজুর রহমান, কেশবপুর থেকে: কেশবপুরে দৈনিক ভোরের ডাক পত্রিকার গৌরবময় পথ চলার ২৮ বছর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে কেশবপুর প্রেসক্লাব হল রুমে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মো. শাহিন প্রধান অতিথি হিসেবে কেক কেটে এর উদ্বোধন করেন।
খেলাঘর জাতীয় পরিষদের সদস্য মো. আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ মো. শাহিন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রথম আলোর প্রতিনিধি দিলীপ মোদক। এছাড়া উপস্থিত ছিলেন কাউন্সিলর আতিয়ার রহমান, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেশবপুর শাখার সভাপতি নাজমুল হুদা বাবু, পৌর আওয়ামীলীগ নেতা ইকবাল হোসেন খান, কেশবপুর প্রেসক্লাবে সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাই সিদ্দিকী, জয়দেব চক্রবর্তী, দৈনিক ভোরের ডাক পত্রিকার প্রতিনিধি শাহীনুর রহমান, কেশবপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক সংবাদের প্রতিনিধি শামসুর রহমান, কেশবপুর প্রেসক্লাবে দপ্তর সম্পাদক ও দৈনিক আলোকিত বাংলাদেশের প্রতিনিধি মশিয়ার রহমান, করোতোয়া পত্রিকা ও প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শেখ শাহীনুর ইসলাম,
যায় যায় দিন পত্রিকার তন্ময় মিত্র বাপী, প্রতিদিনের কথা পত্রিকার উৎপল দে, দৈনিক যশোর পত্রিকার স্টাফ রিপোর্টার আ.শ.ম. এহসানুল হোসেন তাইফুর, প্রবর্তন পত্রিকার রাবেয়া ইকবাল, গ্রামের কাগজের আব্দুল্লাহ আল ফুয়াদ, কেশবপুর নিউজ ক্লাবের দপ্তর সম্পাদক, জয়বাংলা ভিশন, লাল সবুজের কথা, প্রভাতী নিউজ, দক্ষিণ বাংলা, বিডি ২৪ রিপোর্ট, দক্ষিণ বাংলা অনলাইন ও দৈনিক কল্যাণের কেশবপুর প্রতিনিধি আজিজুর রহমান প্রমুখ। এছাড়া বিভিন্ন পেশাজীবী সংগঠনের নের্তৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শেষে একটি বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।