কেশবপুরে ভুট্টা মাড়াইয়ের মেশিন প্রদান

27

আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুর উপজেলা পরিষদের উদ্যোগে কৃষকদের মাঝে ভুট্টা মাড়াইয়ের মেশিন বিতরণ করা হয়েছে। রবিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন উপজেলার ঝিকরা সিআইজি সমবায় সমিতিকে ভুট্টা মাড়াইয়ের মেশিন প্রদান করেন।

এ সময় উপজেলা কৃষি অফিসার মহাদেব চন্দ্র সানা, সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল মান্নান, ঝিকরা সিআইজি সমবায় সমিতির নেতৃবৃন্দ ও কৃষি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঝিকরা সিআইজি সমবায় সমিতির নেতা ঝিকরা গ্রামের কৃষক আব্দুস সামাদ জানান, ইতিপূর্বে প্রত্যেক মওসুমে এ উপজেলার কৃষকদের ভুট্টা মাড়াইয়ের জন্য চুয়াডাঙ্গা থেকে মেশিন ভাড়া করে আনতে হতো। কিন্তু উপজেলা পরিষদ ভুট্টা মাড়াইয়ের একটি মেশিন তাদের সমিতিকে প্রদান করায় এলাকার কৃষকরা উপকৃত হবে।