কেশবপুরে ভাইস চেয়ারম্যান প্রার্থী কবির গণসংযোগে এগিয়ে

18
কেশবপুরে ভাইস চেয়ারম্যান প্রার্থী কবির গণসংযোগে এগিয়ে

আজিজুর রহমান, কেশবপুর: কেশবপুর উপজেলা পরিষদ নির্বাচন ৪র্থ ধাপে আগামী ৩১ মার্চ অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষ্যে ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসাবে কবির হোসেন গণসংযোগে এগিয়ে রয়েছেন।

কেশবপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কবির হোসেন দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে ব্যাপকভাবে প্রচারপত্র বিতরণ ও গণসংযোগ চালিয়ে যাচ্ছে। সোমবার দিন ব্যাপী তিনি মজিদপুর, কুশুলদিয়া, বায়সা, হাবাসপোল, খতিয়াখালী, মাগুরাডাঙ্গাসহ বিভিন্ন গ্রামে যেয়ে গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ করেছেন। গণসংযোগকালে ভাইস চেয়ারম্যান প্রার্থী কবির হোসেনের সাথে উপস্থিত ছিলেন, সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মণিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুর রহিম, ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম লিটন

, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, পৌর ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাবিবুর রহমান, সদর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক তৌহিদুর রহমান, যুগ্ন আহ্বায়ক আব্দুল গফুর গাজী, সদস্য এমএম কওছার হোসেন রুবেল, ইব্রাহীম হোসেন বাবু, মফিজুল হাসান, যুবলীগ নেতা সাইফুল, ইয়াসিন আলী প্রমুখ।