কেশবপুরে ভাইরাস প্রতিরোধে কর্মহীনদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

29
কেশবপুরে ভাইরাস প্রতিরোধে কর্মহীনদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি: কেশবপুরে করোনা ভাইরাস প্রতিরোধে ৩শত জন কর্মহীন অসহায় দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম রুহল আমিন ও সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফার নির্দেশে মজিদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম সরোয়ার তার নিজস্ব তহবিল থেকে কর্মহীন ৩ শত জন অসহায়দের মাঝে যশোর ৬ কেশবপুর সংসদীয় আসনের উপ নির্বাচনের আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী ও যশোর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীন চালকাদারের পক্ষে চাল, ডাল, আলুসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন মজিদপুর ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

এছাড়া কেশবপুরে করোনা ভাইরাস প্রতিরোধে ৬০ জন কর্মহীন অসহায় দরিদ্র অলংকার শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে সেনকো জুয়েলার্সের মালিক শ্যামল সেন তার নিজস্ব তহবিল থেকে কর্মহীন ৬০ জন শ্রমিকদের মাঝে চাল, ডাল, আলুসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করেন।

অপরদিকে কেশবপুরে করোনা ভাইরাস প্রতিরোধে ৫০ জন কর্মহীন অসহায় দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে পৌর স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আবুল বাশার খান তার নিজস্ব তহবিল থেকে মধ্যকুল গ্রামে কর্মহীন ৫০ জন অসহায়দের মাঝে চাল,ডাল,আলুসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করেন। খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন স্ত্রী ও মেয়ে।