আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুর উপজেলার গৌরিঘোনা ইউনিয়নে বুড়ুলি ভূমি অফিসের নতুন ভবন নির্মাণের কাজ প্রায় শেষের দিকে।
ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা তরিকুল ইসলাম সাংবাদিকদের জানান ৪৮ লক্ষ টাকার সরকারি অর্থায়নে এই নতুন ভবন নির্মাণ করা হচ্ছে। গত ৬ মাস আগে এই নতুন ভবনের কাজ শুরু করা হয়েছিল।
আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে এই নতুন ভবনের কাজ সম্পন্ন করা হবে বলে তিনি জানান। তিনি আরো জানান নতুন ভবন নির্মাণের কাজ সমাপ্ত হওয়ার পর ইউনিয়ন বাসীর সেবার মান উন্নত হবে।