কেশবপুরে বিশ মাতৃদুগ্ধ সপ্তাহ পালন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

8

আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি: ‘মায়ের দুধ পান সুস্থ জীবনের বুনিয়াদ’ এই স্লোগানকে সামনে রেখে কেশবপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কলাণ মন্ত্রণালয়ের আয়োজনে বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ শেখ আবু শাহীন। বক্তব্য রাখেন ডাক্তার সৌমেন বিশ্বাস, দেবাশীষ বিশ্বাস, আহসান মিজান রুমি প্রমুখ। আলোচনা সভার পূর্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে একটি র‌্যালী অনুষ্ঠিত হয়।