কেশবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

11

আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি:  কেশবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানূর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যঅন এইচ এম আমির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা, অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শেখ আবু শাহীন, পরিবার পরিকল্পনা অফিসার প্রদীপ কুমার বিশ্বাস, মেডিকেল অফিসার আব্দুল বারী, প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খান, বিশ্বনাথ আইচ, এফ পি আই ও পরিবার কল্যাণ সহকারী নূরনাহার প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু।