কেশবপুরে বিভিন্ন স্থানে খাদ্য সামগ্রী বিতরণ

13

আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে করোনা ভাইরাস প্রতিরোধে সদর ইউনিয়নের ৭ নং বালিয়াডাঙ্গা ওয়ার্ডে কর্মহীন অতিদরিদ্র ১ শত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকালে নিজস্ব তহবিল থেকে চাউল, ডাউল, তেল, আলু, পেয়াজ, সাবান, লবণ-সহ খাদ্যসামগ্রী বিতরণ করেন উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের নিরাপদ দাসের ছেলে বিশিষ্ট ব্যাবসায়ী পরিমল দাস।

পরিমল দাসের বাড়ির সম্মুখে উক্ত খাদ্যসামগ্রী বিতরণ কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য কামরুজ্জামান কামাল, পরিমল দাসের স্ত্রী লিপিকা রানী দাস, ছেলে সোহাগ দাস, কন্যা সোগাগী দাস প্রমুখ।

কেশবপুরে ১০ জন দুঃস্থদের মাঝে বিভিন্ন সামগ্রী বিতরণ

কেশবপুরে করোনা ভাইরাস প্রতিরোধে ১০ জন দুঃস্থদের মাঝে বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুত্রুবার সকালে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য ও পৌর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক সেলিম খানের নিজস্ব তহবিল থেকে পৌরসভার ৮ নং ওয়ার্ডের ১০ অসহায় মানুষের মাঝে বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।

কেশবপুরে ২০ জন দুঃস্থদের মাঝে বিভিন্ন সামগ্রী বিতরণ

কেশবপুরে করোনা ভাইরাস প্রতিরোধে ২০ জন দুঃস্থদের মাঝে বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী রাবেয়া ইকবালের নিজস্ব তহবিল থেকে পৌরসভার ৭ নং ওয়ার্ডের ২০ অসহায় মানুষের মাঝে চাল,ডাল,আলুসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।

কেশবপুরে ৫০ জন দুঃস্থদের মাঝে বিভিন্ন সামগ্রী বিতরণ

কেশবপুরে করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়নে দরিদ্র ও শ্রমজীবি ৫০ জন মানুষের মাঝে চাল,ডাল,আলু ও তেল বিতরণ করেন যশোর জেলা ছাত্রদলের সাবেক সহ-দপ্তর সম্পাদক ফারুক হোসেন খান।

শুত্রুবার সকালে তিনি দলীয় নেতা-কর্মিদের সাথে নিয়ে লালপুর গ্রাম,ভান্ডাখোলা বাজার, পরচাক্রা বাজার, বাউশলা বাজার, জামালগঞ্জ বাজার, তেঘরী বাজারসহ ইউনিয়নের বিভিন্ন গ্রামের দরিদ্রদের মাঝে এ সামগ্রী বিতরণ করেন।

এ সময় তার সঙ্গে ছিলেন, বিএনপি নেতা দবির উদ্দীন বিশ্বাস, যুবদল নেতা আলতাফ হোসেন, গোলাম হোসেন, আব্দুল লতিফ, ছাত্রদল নেতা মিজানুর রহমান প্রমূখসহ ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।