আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরে বুড়িহাটি মাধ্যমিক বিদ্যালয়, টিটাবাজিতপুর বালিকা বিদ্যালয় ও ভান্ডারখোলা সম্মিলনি মাধ্যমিক বিদ্যালয়ে পৃথকভাবে উপজেলা খেলাঘর আসরের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ওইসব প্রতিষ্ঠানে আলোচনা সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় খেলাঘর আসরের সদস্য ও উপজেলা খেলাঘর আসরের আহবায়ক আব্দুল মজিদ বড়ভাই।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম, নতুন স্বপ্ন খেলাঘর আসরের সভাপতি আব্দুল্লাহ আল ফুয়াদ, বুড়িহাটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, টিটাবাজিতপুর বালিকা বিদ্যালয়ে শিক্ষক জাকির হোসেন প্রমুখ। আলোচনা সভায় উপজেলা খেলাঘর আসরের আহবায়ক আব্দুল মজিদ বড়ভাই বলেন, শিশুর মধ্যে বিজ্ঞানমনষ্কতা তৈরি খেলাঘরের অন্যতম লক্ষ। এজন্য বিজ্ঞান খেলাঘর কার্যক্রম দ্রæত শুরু করার প্রচেষ্টা নেয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় বিজ্ঞানভিত্তিক গ্রন্থপাঠ, বিজ্ঞানীদের জীবনী, সম-সাময়িক বিষয় নিয়ে আলোচনা,সেমিনার, শিশু খাদ্য ও শিশুস্বাস্থ্য নিয়ে সচেতনতামূলক কর্মসূচি, তথ্যপ্রযুক্তির সুফল-কুফল বিষয়ে কর্মসূচি গ্রহনের আহবান জানানো হয়েছে।
এছাড়াও খেলাঘরের উদ্যোগে বিজ্ঞান বিষয়ে শিশুদের জন্য রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহনকারী শিক্ষার্থীরা ক বিভাগে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীরা এক হাজার শব্দের মধ্যে ‘আমাদের বন্ধু গাছ’ শীর্ষক রচনা এবং খ বিভাগে একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা এক হাজার শব্দের মধ্যে ‘২১০০ সালের বসতবাড়ি’ শীর্ষক রচনা লিখে সংশ্লিষ্ট শিক্ষকের নিকট জমা দিতে হবে।