আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি : যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে উপ-নির্বাচনে নৌকার প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের পক্ষে কেশবপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডে করোনা ভাইরাস প্রতিরোধে কর্মহীন অতি দরিদ্রদের মাঝে শহরের সোনালী ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী ও পৌরসভার ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগনেতা সমাজ সেবক নাছির উদ্দীনের ব্যক্তিগত অর্থায়নে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গতকাল শাহীন চাকলাদারের পক্ষে উক্ত খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন পৌর মেয়র রফিকুল ইসলাম।
এ ব্যাপারে ব্যবসায়ী নাসির উদ্দীন বলেন, কেশবপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডে করোনা ভাইরাস প্রতিরোধে কর্মহীন অতিদরিদ্র ৩ শত ৭০ পরিবারের মাঝে শাহীন চাকলাদারের পক্ষে আমি নিজস্ব তহবিল থেকে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছি।
কেশবপুরে কর্মহীনদের মাঝে যশোর জেলা পরিষদের সদস্য সোহরাব হোসেনের খাদ্যসামগ্রী বিতরণ
আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে করোনা ভাইরাস প্রতিরোধে যশোর জেলা পরিষদের উদ্যোগে কর্মহীনদের মাঝে খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে।
বুধবার সকালে কেশবপুরস্থ জেলা পরিষদ ডাকবাংলার সভাকক্ষে যশোর জেলা পরিষদের পক্ষ থেকে করোনা ভাইরাস প্রতিরোধে কর্মহীন ৮৬ পরিবারের মাঝে চাউল, ডাউল, তৈল, চিনি, চিড়া, সোলা, সাবান ও লবণ বিতরণ করেন যশোর জেলা পরিষদের সদস্য ও কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য সোহরাব হোসেন।উল্লেখ্য ইতিপূর্বে যশোর জেলা পরিষদের উদ্যোগে কেশবপুর উপজেলার আলতাপোল আশ্রয়ন কেন্দ্রে ১ শত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান, জেলা পরিষদের সদস্য আলহাজ্ব হাসান সাদেক, জেলা পরিষদের সদস্য সোহরাব হোসেন, কেশবপুর সদর ইউপি চেয়ারম্যান আলাউদ্দীন আলা, প্যানেল চেয়ারম্যান গৌতম রায় প্রমুখ উপস্থিত ছিলেন।