কেশবপুরে বিভিন্ন ক্লিনিক ও ডায়গনষ্টি সেন্টারে পরিদর্শন ইরুফা সুলতানার By Lal Sobujer Kotha - March 4, 2020 182 আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি : কেশবপুর উপজেলা নবাগত সহকারী কমিশনার (ভ‚মি) ইরুফা সুলতানা বুধবার বিকালে শহরের বিভিন্ন ক্লিনিক ও ডায়গণষ্টি সেন্টারে পরিদর্শন করেন।এ সময় তার সাথে উপস্থিত ছিলেন কেশবপুর থানার কর্মকর্তাবৃসন্দরা।