আজিজুর রহমান,কেশবপুর (যশোর) প্রতিনিধি:
কেশবপুরে সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, জুয়া, বাল্য বিবাহ ও ইভটিজিং প্রতিরোধে প্রলিশের সাথে কেশবপুর কলেজের শিক্ষার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ট্রাফিক সপ্তাহ উপলক্ষে কেশবপুর কলেজ হল রুমে কেশবপুর থানা পুলিশ এ অনুষ্ঠানের আয়োজন করে।
কেশবপুর কলেজের অধ্যক্ষ এনায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেশবপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ আব্দুলাহ। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপিকা রেবা ভৌমিক, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান। কেশবপুর কলেজের শিক্ষক ও হাসানপুর ইউনিয়নের চেয়ারম্যান জুলমাত আলীর সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষার্থী মোহাম্মদ রাসেল, পুষ্পিতা রহমান প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কেশবপুর কলেজের অধ্যক্ষ এনায়েত হোসেন। শিক্ষার্থীদের জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, পুলিশ, সাংবাদিক, ও সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশ নেয়।