কেশবপুরে বালি ভর্তি ট্রাক মৎস ঘেরের খাদে

21
কেশবপুরে বালি ভর্তি ট্রাক মৎস ঘেরের খাদে

আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি: যশোর সাতক্ষীরা সড়কে বালি ভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বৃহস্পতিবার রাতে কেশবপুর উপজেলার মধ্যকুল চেকপোস্টের রাস্তার পাশে সুলতানের মৎস ঘেরের খাদে পড়ে য়ায়।

স্থানীয়রা জানান,কুষ্টিয়া ট ১১-২৯৬৮) বালি ভর্তি ট্রাক কেশবপুরের উদ্দেশ্য আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলেও ট্রাকে থাকা কুষ্টিয়া জেলার আটমাইল এলাকার চালক নাঈম ও তার সহকারীর কোন ধরনের ক্ষতি হয়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত ট্রাকটি উদ্দারের চেষ্টা চলছিল।