আজিজুর রহমান,কেশবপুর প্রতিনিধি:
কেশবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ২০ বোতল ফেন্সিডিল ও ৫শত গ্রাম গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীনের নির্দেশনায় বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার এস আই পিন্টু লাল,এস আই ফজলে রাব্বি সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে পৌরসভার সাবদিয়া মাদ্রাসা পাড়ার শিক্ষক আবু তালেবের দ্বিতীয় তলা ভবনের নিচ তলায় অভিযান চালিয়ে ২০ বোতল ফেন্সিডিল ও ৫শত গ্রাম গাঁজা সহ কেশবপুর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের ইসমাইল খাঁর ছেলে মাদক ব্যবসায়ী হাসিবুর রহমান ডালিম(২৫)কে আটক করে।
এ সময় আসামী বড় ভাই একাধিক মাদক মামলার আসামী আলমগীর হোসেন(২৯) পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া তাকে আটক করা সম্ভব হয়নি। আলমগীর হোসের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীন বলেন, ২০ বোতল ফেন্সিডিল ও ৫শত গ্রাম গাঁজা সহ তাকে হাতেনাতে আটক করা হয়। এঘটনায় কেশবপুর থানায় ২ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পালিয়ে যাওয়া আসামীকে আটকের চেষ্টা অব্যহত রয়েছে।