কেশবপুরে প্রাথমিক সহকারি শিক্ষকদের বেতন বৈষম্য নিরসনের দাবীতে মানব বন্ধন

25
কেশবপুরে প্রাথমিক সহকারি শিক্ষকদের বেতন বৈষম্য নিরসনের দাবীতে মানব বন্ধন

আজিজুর রহমান, কেশবপুর থেকে: কেশবপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের বেতন বৈষম্য নিরসনে ১১তম গ্রেডের দাবীতে বৃহস্পতিবার বিকেলে শহীদ দৌলত বিশ্বাস চত্বরে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমাজ কেশবপুরের আয়োজনে অনুষ্ঠিত মানব বন্ধনে বেতন বৈষম্যের শিকার শত শত শিক্ষক অংশ গ্রহণ করেন। এসময় বেতন বৈষম্য নিরসনে ১১তম গ্রেডের দাবীতে বক্তব্য রাখেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হুদা বাবু, শিক্ষক সুদেব দেবনাথ, জাহাঙ্গীর আলম, কে এম ফিরোজ সুলতান, আব্দুল গফফার, শরিফুল ইসলাম, দেব দুলাল দত্ত, নুরুজ্জামান, সমীর, আবু সাইদ, আলমগীর হোসেন, রফিক, কামরুজ্জামান, আনন্দ, আব্দুল কুদ্দুস, রুহুল আমিন ও ফেরদৌস আজাদ প্রমুখ।