কেশবপুরে প্রথম দিনে ইউএনওসহ ২৬ জনের টিকা গ্রহণ

68

আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরে রোববার আনুষ্ঠানিকভাবে করোনাভাইরাস প্রতিরোধে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা দান কার্যক্রম উদ্বোধন করেন।

কেশবপুরে প্রথমে টিকা গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমএলএসএস তাপস দাস। পরে উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালটেন্ট (এ্যানেসথিয়া) ডাক্তার অঞ্জলী রায়, ডাক্তার এ এফ এস আমান উল্লাহ, স্যাকমো ফিরোজ কবিরসহ ২৬ জন টিকা গ্রহণ করেন।এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম,পৌর মেয়র রফিকুল ইসলাম মোড়ল, ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক,সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলমগীর হোসেন প্রমুখ।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলমগীর হোসেন জানান, কেশবপুরের জন্য প্রথম ধাপে সাড়ে চার হাজার ডোজ টিকা পৌঁছেছে। এছাড়া এ পর্যন্ত টিকা গ্রহণ করতে ২৬৭ জন নিবন্ধনভুক্ত হয়েছেন।