কেশবপুরে প্রতিপক্ষের হামলায় সাংবাদিকসহ আহত ৩

32
লাল সবুজের কথা- Lal Sobujer Kotha

আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি: কেশবপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সাংবাদিক আবুল কালাম আজাদ ইকতিয়ার সহ তিনজন আহত হয়েছেন । কেশবপুর থানার এস আই আজিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সাংবাদিক সহ আহতরা কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে চিকিৎসা নিয়েছেন । এ ঘটনায় সাংবাদিক আবুল কালাম আজাদ ইকতিয়ার বাদি হয়ে কেশবপুর থানায় লিখিত এজাহার দায়ের করেছেন । অভিযোগে জানা গেছে উপজেলার আলতাপোল মিরপাড়া গ্রামের মৃত অবেদ আলী সরদারের ছেলে আবুল কালাম আজাদ ইকতিয়ার এর সাথে আলতাপোল গাজী পাড়া এলাকার মৃত খেজের আলী গাজীর ছেলে আব্দুল মান্নান গাজী ও একই এলাকায় বসবাসকারী তার ভাগ্নে আব্দুস সাত্তার মোড়লের ছেলে শরিফুল ইসলাম মোড়লদের সাথে জমিজমা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল ।

এ বিরোধের জের ধরে গত ২৫ এপ্রিল বিকাল চারটার দিকে তারা সংঘ বদ্ধ হয়ে বাঁশের লাঠি লোহার রড কুড়াল ও দা নিয়ে সাংবাদিকের বসতবাড়ি সংলগ্ন জমিতে অনধিকার প্রবেশ করে গোয়াল ঘর তৈরি করতে থাকে । এ সময় তাদেরকে বাধা দিতে এলে তারা সাংবাদিক আবুল কালাম আজাদ ইকতিয়ার, ছেলে মুশফিক আজাদ ও ভাগ্নে আসিফ আকাশকে দেশীয় অস্ত্র দিয়ে বেধড়ক মারপিট করে আহত করে, প্রতিপক্ষের হামলায় আহতরা রক্তাক্ত জখম হয় ।

এ ঘটনায় কেশবপুর থানায় উল্লেইখত চারজনসহ অজ্ঞাতনামা ৭/৮ জন আসামির বিরুদ্ধে কেশবপুর থানা লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ ব্যাপারে আব্দুল মান্নান গাজীর বক্তব্য নেওয়ার জন্য ফোন দেওয়া হলেও তার বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। কেশবপুর থানার এস আই আজিজুর রহমান বলেন,ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।