কেশবপুরে প্রতিদিনের কথার বর্ষপূতি পালিত

6

আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি:  কেশবপুরে দৈনিক প্রতিদিনের কথা পত্রিকার বর্ষপূতি অনুষ্ঠান আলোচনা সভা, কেক কাটা ও মিষ্টি মুখের আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়েছে । দৈনিক প্রতিদিনের কথা পত্রিকার কেশবপুর অফিস এর উদ্যোগে রবিবার বিকালে কেশবপুর প্রেসক্লাব হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন কেশবপুর প্রেসক্লাব সভাপতি আশরাফ-উজ জামান খান।
প্রধান অতিথির বক্তব্য দেন কেশবপুর পৌর আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক এ্যাডভোকেট মিলন মিত্র। দৈনিক প্রতিদিনের কথা কেশবপুর অফিস প্রধান উৎপল দে এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, পাঁজিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ রুহুল আমীন, কেশবপুর বিআরডিবি এর চেয়ারম্যান ও প্রজ›মরে ভানা পত্রিকার কেশবপুর প্রতিনিধি মদন সাহা অপু, কেশবপুর প্রেস ক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম, চুকনগর মহিলা কলেজের অধ্যক্ষ এম আর মঈন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক প্রভাষক মশিউর রহমান, কেশবপূর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী ও আব্দুল হাই সিদ্দীক, জামিরা কলেজে প্রভাষক ও সাংস্কৃতিক বার্তা পত্রিকার উপদেষ্টা মন্ডলীর সভাপতি তাপস মজুমদার, সাংবাদিক ওয়াজেদ খান ডবলু, সাংবাদিক মশিয়ার রহমান, কেশবপুর নিউজ ক্লাবের নির্বাহী সদস্য আজিজুর রহমা, কেশবপুর উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী রাবেয়া ইকবল, কেশবপুর উদীচীর সাধারণ সম্পাদক অনিমেষ সাহা বাপী,পিটিএফ এর চেয়ারম্যান একে আজাদ ইকতিয়ার,কেশবপুর চারুপীঠ আর্ট স্কুলের সহকারী পরিচালক শিক্ষক শ্রাবন্তী রায় দে, শুভেচ্ছা বক্তব্য দেন প্রতিদিনের কথা কেশবপুরের রুহুল আমীন বিশ্বাস ও জাকির হোসেন। আলোচনা শেষে অতিথিবৃন্দ কেক কাটে সকলের মুখে তুলে দেন।