আজিজুর রহমান/সোহানা ফেরদৌস সুইটি কেশবপুরঃ কেশবপুরের প্রতাপপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাক প্রাথমিক শ্রেণীর শিশুবরণ উৎসব বুধবার সকালে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লাভলী রানী দাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা বিভাগের শ্রেষ্ঠ এসএমসি কমিটির সভাপতি ও প্রতাপপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হারুনার রশীদ বুলবুল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সম্ভাব্য উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সাঈদুর রহমান সাঈদ গাজী। আরো বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি ফরিদ মোড়ল, গাজী গোলাম কিবরিয়া, সমাজসেবক রকিবুল হাসান বাবু, রফিকুল ইসলাম মোড়ল, সোহরাব হোসেন প্রমুখ।