কেশবপুরে পোকার জরিপ ও দমনের জন্য আলোর ফাঁদ প্রদান

24

আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুর উপজেলা কৃষি অফিসের আয়োজনে সোমবার সন্ধ্যায় উপজেলার বিভিন্ন বিলে পোকার জরিপ ও দমনের জন্য আলোর ফাঁদ প্রদান করা হয়েছে।

উপ-সহকারী কৃষি অফিসার নজরুল ইসলাম খানের সভাপতিত্বে উপজেলার বালিয়াডাঙ্গা-খতিয়াখালি বিলে আলোর ফাঁদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আব্দুল মান্নান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষক আব্দুল মজিদ, বাবর আলী, গৌর চন্দ্র দাস, মোস্তাক আহম্মেদ, আব্দুল আজিজ, মোমজেত আলী প্রমূখ।