কেশবপুরে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলা মহিলাসহ আহত- ৩

18
কেশবপুর
কেশবপুর

আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি:  কেশবপুরে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা হামলা চালিয়ে মহিলাসহ ৩ জনকে পিটিয়ে গুরুত্বর আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহত ব্যক্তিদেরকে কেশবপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আমজেদ সরদার বাদী হয়ে কেশবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বলে তার ছেলে তরিকুল ইসলাম সরদার জানান।

উপজেলার শিকারপুর গ্রামের আমজেদ সরদারের আহত স্ত্রী সবিরোন বেগম (৪৫) সাংবাদিকদের জানান, পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের একুব্বার সরদারের ছেলে রবিউল সরদার, মিন্টু সরদার, রেজয়ান মোড়ল, রাজ্জাক সরদার, মনিরুল সরদারের স্ত্রী জেসমিন খাতুন, আলমগীর সরদারের স্ত্রী রূপা খাতুন মিলে কথাকাটাকাটির এক পর্যায়ে লাঠিসোটা দিয়ে বুধবার সন্ধ্যায় আমার পরিবারে উপর হামলা চালিয়ে আমার ছেলে তরিকুল ইসলাম সরদার (২৫), জামাই পল্টু সরদার (৩০) কে আহত করে। এ ব্যাপারে রবিউল সরদারের মুঠোফোনে বার বার ফোন দেওয়া হলেও তার ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।