আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরে পূর্ব শত্রুতার জের ধরে নাজির হোসেন বিশ্বাস (৪৫) নামের ১ কৃষককে দূবৃত্তরা কুপিয়ে হত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে। জখম ব্যক্তিকে প্রথমে কেশবপুর হাসপাতালে আনা হলে তার অবস্থা আশংকা জনক হওয়ায় ওই রাতেই খুলনা মেডিকেলে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কেশবপুর থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে।
এলাকাবাসি ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১০ টার দিকে দোরমুটিয়া গ্রামের মৃত খোদা বক্সের ছেলে কৃষক নাজির হোসেন বিশ্বাস নতুন মূলগ্রাম বাজার থেকে বাড়ি ফেরার পথে বাড়ির অদূরে ওৎ পেতে থাকা দূবৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে তাকে পিছন থেকে কুপিয়ে হত্যার চেষ্টা চালায়। এরিপোর্ট লেখা পর্যন্ত থানা কোন লিখিত অভিযোগ হয়নি বলে আহতের স্ত্রী খাদিজা বেগম জানান। এব্যাপারে নাজির হোসেন বিশ্বাসের স্ত্রী খাদিজা বেগম সাংবাদিকদের জানান, আমার স্বামীর সঙ্গে কারোর কোন শত্রুতা নেই। এব্যাপারে কেশবপুর হাসপাতালে কর্মরত চিকিৎসক বোরহান উদ্দীন বলেন, তার ডান পাশের ঘাড়ে ও মাথায় আঘাত গুরুত্ব হওয়ায় ও তার অবস্থা মুমুর্ষ থাকায় খেলনা মেডিকেলে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে কেশবপুর থানার উপপরিদর্শক মোজাহিদ বলেন, সংবাদ পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করা হয়েছে। তাদেরকে থানায় অভিযোগ করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।