আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা হামলা চালিয়ে শিশুসহ ৩ জনকে পিটিয়ে গুরুত্বর আহত করার পর নগদ টাকা সহ স্বর্ণের অলংকার লুট করে নিয়ে যাওয়ার ঘটনায় একাধিক পত্রিকায় সংবাদ প্রকাশের পর থানা পুলিশ অভিযান চালিয়ে এক জনকে আটক করেছে। এ ঘটনায় বাবলুর রহমান মোড়ল বাদি হয়ে কেশবপুর থানায় একটি মামলা দায়ের করেছিল । যার মামলা নং-২৪/০৭/১৮। এর মধ্যে ২ জন আহতকে কেশবপুর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অন্য জন স্থানীয় চিকিৎসা নিয়ে ছিলেন।
উল্যেখিত উপজেলার ভোগতী নরেন্দ্রপুর গ্রামের গণি সরদারের সাথে একই গ্রামের রাশেদ সরদারের ছেলে মিলন সরদারের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে পূর্ব শত্রুতা চলে আসছিল। গণি সরদার তার স্ত্রী তাছলিমা বেগম সাংবাদিকদের জানান, সোমবার বিকেলে মিলন সরদার ও শরিফুল সরদারের নেতৃত্বে, আছির উদ্দীন সরদার, খাদিজা খাতুন, সুমি খাতুন, মেহেরুন্নেছা ছায়রা বেগমসহ ৩/৪ জন মিলে তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে কথাকাটাকাটির এক পযায়ে প্রকাশ্যে আমাদের বাড়ির ভেতর ঢুকে বাঁশের লাঠি লোহার রড, ধারালো দা লোহার সাবল দিয়ে তাছলিমা বেগম (৫০) কে মারপিট করার পর গলায় থাকা স্বর্ণের চেইন ও কানের দুল জোর পূর্বক ছিনিয়ে নেয় যার মূল্য ৪৮ হাজার টাকা।এ সময় আমার মেয়ে আছিয়া খাতুন (২৪) ঠেকাতে আসলে তাকেও বেদম মারপিট করে গলায় থাকা ৪৮ টাকা মূল্যে স্বর্ণের চেইন জোর পূর্বক ছিনিয়ে নেয়ার পর তাকে শ্লীলতাহানী ঘটায় এবং তার কোলে থাকা দেড় বছরের শিশু কন্যা যারিন তাছনিমকে খুন করা উদ্দেশ্যে মাথায় আঘাত করে গুরুত্ব জখম করে।
আছিয়া খাতুন বলেন, ইতিপূর্বে আমার পিতা-মাতাকে মারপিট ও ক্ষয়-ক্ষতি, নির্যাতন হয়রাণী করে আসছে। আসামীরা দূর্দান্ত, দূধর্ষ ও সন্ত্রাসী প্রকৃতির লোক হওয়ায় বসত ঘরের মধ্যে প্রকাশ্যে ঢুকে কাঠের শোকেস খুলে নগদ ৭০ হাজার টাকা লুট করে নেয়। এ ব্যাপারে কেশবপুর থানার এস আই প্রসঞ্জিৎ সাংবাদিকদের জানান, শিশুসহ ৩ জনকে পিটিয়ে গুরুত্বর আহত করায় ও নগত টাকাসহ স্বর্ণের অলংকার জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার ঘটনায় বাবলু রহমান মোড়ল বাদী হয়ে কেশবপুর থানায় একটি মামলা দায়ের করে। মামলার সাথে জড়িত থাকায় মিলন সরদার (৩৫) কে বৃহস্পতিবার বিকেলে ভোগতি নরেন্দ্রপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক ব্যাক্তিকে শুক্রবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।