আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি:
কেশবপুর থানা পুলিশ রবিবার বিকেলে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন জায়গা থেকে শিবিরের ৭ নেতাকর্মীসহ ৯ জনকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে জেহাদী বই উদ্ধার করেছে পুলিশ।
থানা সূত্রে জানাগেছে, এস আই সিকদার রাকিব উদ্দীন, সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার ভালুকঘর গ্রামের হাফেজ আব্দুল লতিফের বাড়ী থেকে তার ছেলে মেহদী হাসান(২২) একই গ্রামের আকরাম হোসেন সরদারের ছেলে আলমগীর হোসেন(২১), মির্জানগর গ্রামের শাহাদৎ হোসেনের ছেলে সিরাজুল ইসলাম (২২), বরনডালীর রমজান আলীর ছেলে মনজুর রহমান(২০), সাগরদাড়ী ইউনিয়নের শেখপুরা গ্রামের সাবান শেখের ছেলে সাকিব(২২) ও সাহাবুদ্দিন কারিকরের ছেলে আবু নাসির(২০), সাগরদাঁড়ী গ্রামের নুর আলী সরদারের ছেলে আব্দুল মালেক (২০)সহ ৭ জনকে আটক করেছে। পুলিশ জানায়, আটক ৭ জন সহ এক দল শিবিরের নেতাকর্মী রবিবার বিকেলে ভালুকঘর গ্রামের মৃত মোকাম গাজীর ছেলে হাফেজ আব্দুল লতিফের বাড়ীতে নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করছিল। আটককৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ছাড়া ওয়ারেন্ট ভুক্ত আসামী উপজেলার পাজিয়া গ্রামের করিম গাজীর ছেলে বিষু গাজী(৫৫)। এদিকে কেশবপুর থানার এসআই প্রসেনজিৎ সঙ্গীয় ফোর্স নিয়ে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী কাবিলপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে আজগর আলী মোড়লকে আটক করেছে। সোমবার আটককৃতদের যশোর আদালতে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ সৈয়দ আব্দুল্লাহ বলেন, তারা শিবিরের তালিকা ভূক্ত নেতাকর্মী রাষ্ট্র বিরোধী কার্যক্রম ও নাশকতা সৃষ্টির পরিকল্পনায় গোপন বৈঠক করছিল।