আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুর থানা পুলিশ মঙ্গলবার বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ৫ জনকে আটক করেছে।
থানা সূত্রে জানা গেছে, থানার অফিসার ইনচার্জ সৈয়দ আব্দুল্লাহ’র নির্দেশে এস আই ফকির ফেরদৌস, এস আই রবিউল, সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার সাবদিয়া গ্রামের হাকিম মোড়লের ছেলে সুজন (২৪) একই গ্রামের আনছার দপ্তরীর ছেলে হাফিজুর রহমান, টিটাবাজিতপুর গ্রামের ওহাব সরদারের ছেলে বায়েজিদ (৩৫), আলতাপোল গ্রামের ওয়াজেদ মোড়লের ছেলে নজরুল ইসলাম (৩৫) ও ভান্ডারখোলা গ্রামের ফারুক মোড়লের ছেলে আবুল হোসেন (৫৯) আটক করেছে। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ সৈয়দ আব্দুল¬াহ বলেন, কেশবপুর থানা পুলিশের চলমান অভিযানের অংশ হিসাবে এই অভিযানে তাদেরকে আটক করা হয়েছে। আটককৃতদের বুধবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।