আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি: অজ্ঞানপার্টির দুই সক্রিয় সদস্যসহ বিজ্ঞ আদালতের ওয়ারেন্টভুক্ত ৬ জনকে গ্রেফতার করেছে কেশবপুর থানা পুলিশ। অজ্ঞানপার্টির দুই সক্রিয় সদস্যের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা আছে। থানা সূত্রে জানা গেছে, কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জসীম উদ্দীন নির্দেশে বৃহস্পতিবার রাতে উপ-পরিদর্শক ফজলে রাব্বি মোল্যা ও অরূপ কুমার বসু সঙ্গীয় ফোর্স নিয়ে পৌর শহরের খাদ্য গুদাম এলাকায় অভিযান চালিয়ে থানার নিয়মিত মামলায় অজ্ঞানপার্টির সক্রিয় সদস্য উপজেলার কন্দর্পপুর গ্রামের তকোব্বার মোড়লের ছেলে নাজমুল ইসলাম ওরফে ইমরান (২১) ও বাঁকাবর্শী গ্রামের মৃত আকরাম গাজীর ছেলে শাহিন গাজীকে (৩০) গ্রেফতার করে।
ওই সময় তাদের কাছ থেকে ১টি কাটার ম্যাশিন, ১টি ভাঙ্গা কাটার ম্যাশিন, ২টি প্লাস, ১টি স্ক্রু ড্রাইভার, ১টি টার্চ ও ৩টি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। অপর দিকে একই রাতে কেশবপুর থানার উপ-পরিদর্শক আজিজুর রহমান, লিখন কুমার সরকার, মিজান, সহকারী উপ-পরিদর্শক মোমিন হোসেন, সুমারেশ ও সোহলে সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিজ্ঞ আদালতের ওয়ারেন্টভুক্ত আসামী বালিয়াডাঙ্গা গ্রামের মৃত সুধাংশো সাহার ছেলে শান্ত সাহা (৪৪), একই গ্রামের মৃত গৌর সাহার ছেলে অশোক সাহা (৫৮), মদন সাহার ছেলে প্রদীপ সাহা (৪০), অশোক সাহার ছেলে চন্দন সাহা (৪০), গোপসেনা গ্রামের মৃত মোসলেম সরদারের স্ত্রী সালেহা খাতুন (৫৫) ও মৃত ছরদন সরদারের ছেলে সিরাজুল ইসলামকে (৬০) গ্রেফতার করে।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জসীম উদ্দীন বলেন, নিয়মিত মামলায় অজ্ঞানপার্টির দুই সক্রিয় সদস্যসহ বিজ্ঞ আদালতের ওয়ারেন্টভুক্ত ৬ জনকে গ্রেফতার করে শুক্রবার যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।