আজিজুর রহমান, কেশবপুর থেকে: কেশবপুরে পিকনিকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পুকুরে পড়ে সাব্বির (৫) নামে এক শিশু নিহত হয়েছে। এসময় বাসে থাকা প্রায় ৩০ জন আহত হয়েছে। আহতরা কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিসহ স্থানীয় চিকিৎসা নিয়েছে।
জানাগেছে, সোমবার সকালে সাতক্ষীরার আগরদাড়ি এলাকার ৫০ জন নারী, পুরুষ ও শিশু খুলনার গিলাতলায় যাচ্ছিলেন।
সকাল সাড়ে ৮ টার দিকে পিকনিকের বাসটি শ্রীরামপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মৎস্য পুকুরে পড়ে যায়। ঘটনাস্থলেই সাব্বির নামে একটি শিশু মারা যায় এবং আহত হয় প্রায় ৩০ জন। স্থানীয়রা প্রথমে আহতদের উদ্ধার কাজ শুরু করেন এবং পরে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধার কাজে অংশ নেন।
আহতদের মধ্যে আনিকা (২), রুহী (২) ও মুস্তাকীন (১২) এর আশংকাজনক অবস্থা হওয়ায় তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থান্তরিত করা হয়েছে। এব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীন জানান, আহতদের কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া ৬-৭ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।