আজিজুর রহমান / সোহানা ফেরদৌস সুইটি, কেশবপুর: কেশবপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক চৌকিদার হামলা চালিয়ে রবিউল ইসলাম আঁখি সানা নামের এক যুবককে পিটিয়ে গুরুতর আহত করেছে বলে অভিযোগ উঠেছে। আহত ওই যুবককে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
উপজেলার বরণডালী গ্রামের হযরত আলী সানার ছেলে আহত রবিউল ইসলাম আঁখি সানা (৩২) সাংবাদিকদের জানান, আমার বরণডালী বাজারে একটি ফার্ণিচারের দোকান রয়েছে। গত ২ বছর আগে একই গ্রামের মৃত জালাল উদ্দীন সানার ছেলে ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের চৌকিদার কামরুল ইসলাম সানা আমার দোকান থেকে ৪ হাজার ৮ শত টাকা মূল্যের ফার্ণিচারের মালামাল বাকিতে ক্রয় করে।
ক্রয়ের পর থেকে আমি তার কাছে টাকা চাইলে সে বিভিন্ন টাল-বাহানা শুরু করে। সর্বশেষ বৃহস্পতিবার সন্ধ্যায় বরণডালী বাজারে কামরুল ইসলাম সানাকে পেয়ে আমার পাওনা ৪ হাজার ৮ শত টাকা চাইলে সে ক্ষিপ্ত হয়ে বাজারের পাশে নিয়ে আমাকে কিল-ঘুশি মারাসহ লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এসময় আমার চিৎকারে বাজারের লোকজন এসে চৌকিদার কামরুল ইসলাম সানার হাত থেকে আমাকে উদ্ধার করে আমার অবস্থার অবনতি দেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ব্যাপারে সরাসরি ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের চৌকিদার কামরুল ইসলাম সানার কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান, আমার কাছে রবিউল ইসলাম আঁখি সানা মাত্র ৩ হাজার টাকা পায়। সেই টাকা নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় বরণডালী বাজারে কথা কাটা-কাটির একপর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতি হয়। আমি তাকে পিটিয়ে গুরুতর আহত করিনি।
এই ঘটনাটি মিমাংসা হয়ে গেছে। এরিপোর্ট লেখা পর্যন্ত কেশবপুর থানায় মামলার প্রস্তুতি চলছিল বলে আহত রবিউল ইসলাম আঁখি সানা জানান।