কেশবপুরে পাঁজিয়া ইউনিয়ন যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

230

আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি:  কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যায় নিজস্ব কার্যালয়ে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবলীগের যুগ্ম-আহব্বায়ক আবু সাইদ লাভলুর সভাপতিত্বে ও যুবলীগ নেতা মশিয়ার রহমানের সঞ্চলনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের আহব্বায়ক ও প্যানেল মেয়র বিশ্বাস শহিদুজ্জামান শহিদ।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পাঁজিয়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতবাড়িয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক শামীম রেজা, মঙ্গলকোট ইউনিয়ন যুবলীগের আহব্বায়ক আল হেলাল দিলু, পাজিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহব্বায়ক কামরুজ্জামান মিন্টু, গৌরীঘোনা ইউনিয়নের আহব্বায়ক আসাদুল মোল্যা, যুবলীগ নেতা সিরাজুল ইসলাম, মনিরুজ্জামান বাবু, হারুনা রশিদ, ইউপি সদস্য ইয়ার হোসন, পৌর যুবলীগ নেতা জয় ভদ্র জগায়, লিটন গাজী, শেখ তোফাজ্জেল হোসেন কাজল, আল হেলাল, উপজেলা যুবলীগ নেতা রবিউল ইসলাম, নাজমুল হাসান, পাঁজিয়া ইউনিয়ন ছাত্রলীগ আহব্বায়ক মকিবুল ইসলাম, যুগ্ম-আহব্বায়ক রাজু আহম্মেদ, সাবেক ছাত্র নেতা আব্দুল আজিজ ও রেজাউল ইসলাম প্রমুখ।