আজিজুর রহমান, কেশবপুর: যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কেশবপুর জোনাল অফিসের আয়োজনে মঙ্গলবার দুপুরে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর জোনাল অফিস চত্বরে ওই গণশুনানীতে অংশগহনকারী গ্রাহকরা তাদের চাহিদা, প্রশাসনিক জটিলতাসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
শুনানীকালে তাৎক্ষনিক গ্রাহকদের সমস্যার সমাধানের ব্যবস্থা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সভাপতি মোতাহার হোসেন, জেনারেল ম্যানেজার আব্দুর রশিদ মৃধা, কেশবপুর জোনাল অফিসের ডেপুটী জেনারেল ম্যানেজার আবু আনাস মোঃ নাসের, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের প্রতিনিধি আব্দুল মজিদ, ইসি মনিরুজ্জামান প্রমুখ।
কেশবপুর জোনাল অফিসের ডেপুটী জেনারেল ম্যানেজার আবু আনাস মোঃ নাসের বলেন, গত ১ নভেম্বর মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেশবপুর উপজেলা শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করেন।
বর্তমান যে ম্যানপাওয়ার আছে তাদের দিয়ে চলমান প্রায় ৬৫ হাজার গ্রাহকের সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে। সরাসরি গ্রাহকদের সমস্যার কথা জানার জন্য প্রতি মাসে গণশুনানীর আয়োজন করা হয়।