আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি :
কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহানকে বৃহস্পতিবার সকালে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন কালভেরী ব্যাপ্টিষ্ট চার্চ বালিয়াডাঙ্গা কেশবপুর উপজেলার শাখার নেতৃবৃন্দরা ।
উপজেলা নির্বাহী অফিসাররের কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা অনুষ্টানে উপস্থিত ছিলেন, উপজেলা কালভেরী ব্যাপ্টিষ্ট চার্চ এর চেয়ারম্যান স্টিফেন বিশ্বাস,ম্যানেজার প্রদীপ সিংহ,সমাজকর্মী মিরদুল সরকার প্রমুখ।