কেশবপুরে নান্দনিক স্মৃতিসৌধের নির্মাণ কাজের উদ্বোধন

9
নান্দনিক স্মৃতিসৌধ
নান্দনিক স্মৃতিসৌধ

আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরে নান্দনিক স্মৃতিসৌধের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহ¯পতিবার সকালে শহরের সরকারি ডিগ্রী কলেজের পুকুর পাড়ে নব নির্মিত এই স্মৃতিসৌধের জায়গায় মাটি ভরাট কাজের উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। জেলা পরিষদ অর্থায়নে নান্দনিক এ স্মৃতিসৌধ নির্মান করা হচ্ছে।

উদ্বোধন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক জানান, মুক্তিযুদ্ধে নিহত বীরদের স্বরণে ও তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য এই স্মৃতিসৌধ নির্মান করা হচ্ছে। কেশবপুরের মানুষের উন্নয়নের জন্য আধুনিক এই স্মৃতিসৌধ হবে সাভারের জাতীয় স্মৃতিসৌধের মতোই।

এখানকার পুকুর ও স্মৃতিসৌধের চারপাশ নিয়ে নির্মান করা হবে নান্দনিক একটি পার্ক। কেশবপুরকে একটি মডেল উপজেলা হিসাবে গড়ে তোলা হবে।

এই স্মৃতিসৌধ নির্মাণ তারই একটি অংশ। স্মৃতিসৌধের কাজ উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এ এস এম রফিক-উন নবী, উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি তপন কুমার ঘোষ, জেলা পরিষদের সদস্য হাসান সাদেক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ, এস এম হাবিবুর রহমান, প্রমুখ।